সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশেই বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা নিশ্চিতের ব্যাপারে মেডিকেল বোর্ড আশাবাদী। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সবশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. জাহিদ।
তিনি বলেন, ‘ওষুধ সেবসনসহ ডাক্তারদের কথায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। তিনি আইসিউতে চিকিৎসাধীন আছেন। সংকটাপন্ন মানুষের জন্য যে যে চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি আছেন।’
এসময় অহেতুক গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৩০ নভেম্বর ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। গত কয়েকদিন থেকেই এ অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার পরিকল্পনা করা হয়। চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা চিকিৎসকরা মেডিকেল বোর্ডে যুক্ত হয়ে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।
স্বাস্থ্যের পরিস্থিতি এবং মেডিকেল বোর্ডের পর্যালোচনায় পরবর্তীতে বিদেশে নেয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। সবশেষ আজ রাতে ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানালেন, আপাতত দেশেই চিকিৎসা নেবেন বলে বিএনপি চেয়ারপারসন।
রেডিওটুডে নিউজ/আনাম

