শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলবেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলবেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান (ফাইল ছবি)

ভারত বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল টাইগাররা। যেখানে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। চোটে পড়েছেন বলে জানা গিয়েছিল, সেই সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। কিন্তু অবশেষে সব শঙ্কাই কেটে গেছে।  

প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ইনজুরিতে সাকিব, এমন খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যাথা পান সাকিব। জানা যায় বেশ খানিকটা ফুলেও গেছে তাঁর পা। আফগানিস্তানের বিপক্ষে তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। যদিও সাকিবের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।

আজ সেই শঙ্কা কেটে গেছে। সাকিবের ইনজুরি ততটা গুরুতর না। শনিবার গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্র থেকে জানা গেছে, দুশ্চিন্তার কিছু নেই। 

বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, "সাকিবের ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেয়া হয়েছিলো। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।"

এদিকে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের