
সংগৃহিত ছবি
লা লিগায় নতুন মৌসুমে রায়ো ভালেকানোর বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে নিজেদের প্রথম ম্যাচ শুরু। আবারও ঘুরে দাঁড়াতে গিয়ে হোঁচট খাওয়া নিয়ে সমালোচনার শিকার হয় বার্সেলোনা। কিন্তু জাভি হার্নান্দেজ যে দলকে গুছিয়ে নিতে সময় চেয়েছিলেন সেটিই যেন পরের তিন ম্যাচে প্রমাণ করেছে কাতালান দলটি। লা লিগায় দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে, রিয়াল ভায়াদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গতরাতেও সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সা।
শনিবার রাতে শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে দলের জয়ে গোলের দেখা পেয়েছেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও ডিফেন্ডার এরিক গার্সিয়া।
গতকালের ম্যাচে গোল দিয়ে লা লিগায় তিন ম্যাটে পঞ্চমবারের মতো লক্ষ্যভেদ করেছেন পোল্যান্ড তারকা লেভান্ডভস্কি আর বার্সার হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন রাফিনিয়া।
হুলেন লোপেতেগির দলের বিপক্ষে প্রথম গোলটি করেন এ মৌসুমে লিডস ইউনাইটেড থেকে বার্সায় আসা রাফিনিয়া। হেডে প্রথম লক্ষ্যভেদ করেন এ রাইট উইঙ্গার। সেভিয়ার দুর্বল রক্ষণাভাগের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে বার্সার লিড দ্বিগুণ করেন লেভান্ডভস্কি।
দ্বিতীয়ার্ধে গার্সিয়া দেখা পান বার্সার সিনিয়র দলের হয়ে তার প্রথম গোলের। দলের শেষ দুই গোলে অবদান রাখেন সেভিয়া থেকে চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া ফরাসি তারকা জুলেস কুন্দে। তাতে লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল জাভির দল।
ম্যাচের ২১ মিনিটে প্রতি-আক্রমণ থেকে হাওয়ায় ভাসা বলে মাথা বাড়ান রাফিনিয়া। দল এগিয়ে যায় ১-০ গোলে।
বিরতির নয় মিনিট আগে দলের স্কোরলাইন ২-০ করেন লেভান্ডভস্কি। কুন্দের বাড়ানো বল শূন্যে থাকা অবস্থায় পেয়ে সেটা দারুণ দক্ষতায় বুক দিয়ে নামান পোলিশ তারকা। প্রতিপক্ষের ডিফেন্ডার এ সময় লেভান্ডভস্কিকে প্রতিহত করার কোনো সুযোগ পাননি। দারুণ ভলিতে বল জালে জড়ান সাবেক বায়ার্ন তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্ডার কুন্দে দ্বিতীয়বারের মতো দলের গোলে অবদান রাখেন। ডান দিক থেকে আসা রাফিনিয়ার দেওয়া বল হেডে গার্সিয়াকে দেন কুন্দে। সেখান থেকে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার।
৪ ম্যাচ থেকে ৩ জয় এবং ১ ড্রয়ে এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।
আর্থিক সংকটে থাকা কাতালান দলটি নতুন মৌসুম শুরুর আগেই দলে টানতে শুরু করে তারকা সব ফুটবলারদের। সে যাত্রায় বার্সার স্কোয়াডের শক্তি বাড়িয়েছে লেভান্ডভস্কি, রাফিনিয়া, ফ্রাঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পর ২৩ বছর বয়সী কুন্দের আগমন।
রেডিওটুডে নিউজ/এসবি