রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

রোববার,

০৪ মে ২০২৫,

২১ বৈশাখ ১৪৩২

Radio Today News

সাফের জন্য দল ঘোষণা করলো বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৯ জুন ২০২৩

Google News
সাফের জন্য দল ঘোষণা করলো বাফুফে

সাফের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দল থেকে বাদ পড়েছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে। আবাহনীর হয়ে ৯ গোল করে শীর্ষে আছেন তিনি।

আগামী ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে গত ১৭ মে। বাংলাদেশের অবস্থান বি গ্রুপে।

কম্বোডিয়ার বিপক্ষে খেলতে কাবরেরার শিষ্যরা ঢাকা ছাড়বে আগামীকাল। ১৫ জুন কম্বোডিয়ায়  প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর পর দিন ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ।

২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের খেলা ২২ জুন। প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এরপর ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান।  

বাংলাদেশ স্কোয়াড-

গোলরক্ষক-

আনিসুর রহমান জিকো, শহীদুল ইসলাম সোহেল, মিতুল মার্মা।

ডিফেন্ডার- 

তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মেহেদী হাসান, ইসা ফয়সাল।

মিডফিল্ডার-

মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান।


ফরোয়ার্ড-

ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহীম, আমিনুর রহমান সজীব, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের