
অস্ট্রেলিয়ার কাছে হেরে বাদ পড়ল স্কটল্যান্ড। তবে জিতলে সুপার এইট নিশ্চিত ছিলো তাদের। কিন্তু এই হারে সুপার এইটে যাওয়া দৌঁড়ে ঝুলে থাকা ইংল্যান্ডের ভাগ্য খুলেছে। অবশেষে সুপার এইট নিশ্চিত করলো ইংলিশরা।
স্কটিশদের বিপক্ষে প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডকে বসিয়ে রেখেও ৫ উইকেটে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বলতে গেলে ইংল্যান্ডকে সুপার এইটে তুলতে বড় ভূমিকাটাই রাখল মিচেল মার্শ বাহিনী। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে জিতল তারা একইসাথে যা যৌথভাবে সর্বোচ্চ।
‘বি’ গ্রুপে সব কটি ম্যাচ শেষে অজিদের পয়েন্ট ৮। ইংল্যান্ডের ৫, ৫ পয়েন্ট স্কটল্যান্ডেরও। এ দুদলের সুপার এইট নির্ধারক হলো নেট রানরেট। ইংল্যান্ডের ক্ষেত্রে সংখ্যাটা +৩.৬১১, স্কটল্যান্ডের নেট রানরেট দুইয়েরও কম।
ঝড় বৃষ্টির কারণে ডিএলএস নিয়মে এর আগে নামিবিয়ার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটি ১০ ওভারে মাঠে গড়ায়। তবে সুপার এইটে যাওয়ার জন্য ইংল্যান্ডকে চেয়ে থাকতে হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে।
রেডিওটুডে নিউজ/আনাম