শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

Radio Today News

বিদায়ী ম্যাচে জোড়া গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিদায়ী ম্যাচে জোড়া গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ’ ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। গ্যালারিতে প্রায় ৮০ হাজার দর্শকের সঙ্গে ছিলেন তার পুরো পরিবার। এমন ম্যাচে সবটুকু আলো কাড়লেন। নিজেকে উজাড় করে দিয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি। তার এমন পারফরম্যান্সে ভর করে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বিশ্বচ্যম্পিয়ন আর্জেন্টিনা। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠ বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বেশ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ৭৭ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা। যার যার ৯টি ছিল লক্ষ্যে।

ম্যাচের ২১ মিনিটে নিকোলাস তালিয়াফিকোর নেওয়া শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো। ২৫ মিনিটে প্রথম শট নেন কিংবদন্তি মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট রুখে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক।

ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। দারুণ এক চিপ শটে বল জালে জড়িয়ে গ্যালারিতে আনন্দের উপলক্ষ্য এনে দেন মেসি। তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। 

বিরতির পর জোড়া গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৭৬ মিনিটে দ্রুত ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণে নিকো গঞ্জালেসের ক্রসে মার্টিনেজ হেডে গোল করেন।

আর ৮০ মিনিটে থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় মেসি সহজ ট্যাপ-ইনে করেন পরের গোলটি। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে লাতিনে শীর্ষ গোলদাতা বানিয়েছে। এছাড়া আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি পেয়ে গেলেন নিজের ১১৪তম গোল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের