
বাগেরহাটে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়
বাগেরহাটে তীব্র তাপদাহে ওষ্ঠাগত বাস যাত্রী, সাধারণ পথচারী, খেটে খাওয়া শ্রমিকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট- ২ আসনের এমপি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে এসব বিতরণ করেন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।
বাস যাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীরা এমপি শেখ তন্ময়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
খুলনাগামী তালুকদার পরিবহনে থাকা যাত্রী মোর্শেদা আক্তার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পান করার পর জানান, 'তীব্র তাপদাহে এমপি সাহেব নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তীব্র তাপদাহের মধ্যে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারণ মানুষ উপকৃত হবে।'
চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া জানান, 'এই তীব্র তাপদাহে মধ্যে সংসার চালাতে রিক্সা নিয়ে বের হতে হয়েছে। এই বিশুদ্ধ পানির সাথে খাবার স্যালাইন পেলাম। যা আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।'
এস আর