
ফাইল ছবি
দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়ার ডাঙ্গাপাড়ায় ধানক্ষেত থেকে আজ মঙ্গলবার সকালে মেহেদুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
হত্যার শিকার মেহেদুল ইসলাম (৫২) ঘোড়াঘাটের রানীগঞ্জ আব্দুল্লাহ পাড়া এলাকার বাসিন্দা মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। পেশায় তিনি ভ্যান চার্টার চালক।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ৩ নং সিংড়া ইউনিয়নেন ডাঙ্গাপাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে হাতপা বাধা লাশ উদ্ধার করেছেন তারা। ময়না তদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তারা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম।
রেডিওটুডে নিউজ/এসবি