সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

সোমবার,

০৬ মে ২০২৪,

২৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

পাটুরিয়ায় ফেরি ডুবি: তদন্তের দায়িত্বে ২ কমিটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৩, ২৮ অক্টোবর ২০২১

Google News
পাটুরিয়ায় ফেরি ডুবি: তদন্তের দায়িত্বে ২ কমিটি

পাটুরিয়া ঘাটে বুধবার (২৭ অক্টোবর) রো-রো ফেরি আমানত শাহ্ ডুবির ঘটনার তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসন চার ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের পৃথক কমিটি গঠন করেছে।

এর একটিতে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট- এডিএম, এএসপি শিবালয় সার্কেল, বিআইডব্লিউসিটি প্রতিনিধি ডিজিএম জিল্লুর রহমান ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রয়েছেন।

বিআইডব্লিউসিটি এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবুরীরা ফেরিতে থাকা ১৪টি যানবাহনের অবস্থান নির্ণয় করেছে। এরমধ্যে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উপরে টেনে তোলা হয়েছে।

জানা গেছে. ফেরি ঘাট এলাকায় নদীতে ১০/১৫ ফুট গভীরতা রয়েছে। পানির স্তর থেকে প্রায় ৩৫ ফুট উচ্চতার তিনতলা বিশিষ্ট এ ফেরিতে ২৮/৩০টি ট্রাক বহনের সক্ষমতা রয়েছে। প্রায় ৩শ’ টন ওজনের ভারী আকৃতির এ ফেরিতে বাস-কার মিলিয়ে প্রায় ৩০/৩২টি যানবাহন পারাপার হয়ে থাকে।

বিআইডব্লিউসিটি আরিচা সেক্টর ডিজিএম জিল্লুর রহমান জানান, কাত হয়ে থাকা ফেরি উদ্ধারের কৌশল নিয়ে চিন্তা ভাবনা চলছে। ফেরিতে থাকা মাল বোঝাই ট্রাক ও অন্যান্য যানবাহনসহ মালপত্র উদ্ধারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের