মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

বান্দরবানে একই পরিবারের দুজনসহ তিন নারীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২০, ১৪ জুলাই ২০২৫

Google News
বান্দরবানে একই পরিবারের দুজনসহ তিন নারীর মৃত্যু

বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনসহ মোট তিন নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

এতে রেংথেন ম্রো-এর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)-এর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ওই পাড়ার কাছে বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দিলে সেটিতে আগুন ধরে যায়। পরে ঘরের সঞ্চালন লাইনে আগুন ধরে গেলে তা নিভাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জন ঘটনাস্থলে ও রওলেং ম্রোকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

মৌজা প্রধান হেডম্যান রাংলাই ম্রো জানান, বেশ কয়েকদিন থেকে পাড়ার কাছে ট্রান্সফরমারটিতে গোলযোগ দেখা দিয়েছিল। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ট্রান্সফরমারটি মেরামতের জন্য পাড়াবাসী বিদ্যুৎ বিভাগকে জানালেও তারা সেটি মেরামত করেনি। ঘটনাস্থলে পুলিশ গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের