
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ত্রিমুখী হামলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। পড়ে পাল্টা হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে শেখ হাসিনা মহাসড়কের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পড়ে শকুনি লেকপাড়, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের বাসভবনের সামনেও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কপথে যানবাহন চলাচল বন্ধ আছে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, দুইজন সংবাদকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
হামলার পর পর পালাতে গিয়ে ঘটনাস্থলে শকুনি লেকে পড়ে তিনজন নিখোঁজ হন। এদের মধ্যে দুপুর ১টা পর্যন্ত দুইজনের কোনো খোঁজ মেলেনি।
জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আহাদুজ্জামান জানান, হামলার সময় দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন শকুনি লেকের পানিতে পড়ে যায়। এদের মধ্যে দুইজন নিখোঁজ আছে। নিহত ওই ছাত্রের গায়ে স্কুল ড্রেস আছে। তবে তার নাম জানা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম