স্বাস্থ্যের ডিজির সঙ্গে বাগবিতণ্ডার জড়ানো চিকিৎসককে অব্যাহতি

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

স্বাস্থ্যের ডিজির সঙ্গে বাগবিতণ্ডার জড়ানো চিকিৎসককে অব্যাহতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৮, ৭ ডিসেম্বর ২০২৫

Google News
স্বাস্থ্যের ডিজির সঙ্গে বাগবিতণ্ডার জড়ানো চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার পর হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আজ শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম।

তিনি বলেন, ডা. ধনদেব বর্মণকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর ও ডা. ধনদেবের মধ্যে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. ধনদেব বর্মণ বলেন, আপনারা ভিডিও দেখেছেন। আমার বলার কিছু নেই। কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেব।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি ভেতরে টেবিল দেখে চিকিৎসকদের কাছে এর কারণ জানতে চান। এ সময় চিকিৎসক ধনদেব বর্মণ লেখালেখির প্রয়োজনে টেবিল রাখা হয়েছে বলে জানান।

কথোপকথনের একপর্যায়ে ডিজি বলেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন। এ সময় নিজের সঙ্গীয় লোকদের ভিডিও করতে বলেন তিনি। ডিজি বলেন, যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে!

প্রত্যুত্তরে চিকিৎসক ধনদেব বলেন, আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহেব করি; কিন্তু যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমার বিহেব ভালো না। কারণ হিসেবে চিকিৎসক সম্প্রদায় দেশের জনগণের পক্ষে নয় বলে উল্লেখ করলে ডিজি জবাব দেন, এটা তো অন্য বিষয়। কিন্তু আপনি তো বিহেবই শেখেননি।

এ সময় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব অন্য প্রসঙ্গ টেনে বলেন, ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম, আপনার দুদিন আসার কথা ছিল একদিনও আসেননি। এরপর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় চিকিৎসক ধনদেব উত্তেজিত হয়ে বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম। এর মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক ডা. জাকিউল ইসলাম উদ্ভুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের