বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ঈদে ঘরে ফেরা: মানুষের চাপ সামলাতে হিমশিম পোহাচ্ছে পদ্মার ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৭, ২০ জুলাই ২০২১

আপডেট: ০৮:৩৯, ২০ জুলাই ২০২১

Google News
ঈদে ঘরে ফেরা: মানুষের চাপ সামলাতে হিমশিম পোহাচ্ছে পদ্মার ফেরি

ঈদের আর মাত্র এক দিন বাকি। ভোর থেকেই শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় ছিল। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই পদ্মা পারি দিচ্ছে মানুষ।

এই নৌরুটে এ রুটের ১৯টি ফেরির মধ্যে ১৬টি ফেরি এবং ৮৭ লঞ্চের মধ্যে ৮৬টি চলাচল করছে। প্রচন্ড স্রোতে সবগুলো ফেরি চলতে পারছে না আর একটি লঞ্চের কাগজ আপডেট না থাকায় সেগুলো চলতে দিচ্ছে না কর্তৃপক্ষ। দুইটি নতুন ফেরি যুক্ত করেও চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। পদ্মায় স্রোত ও পানি বৃদ্ধি পাওয়ায় তিন-চার কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করছে। এতে সময় ও জ্বালানি তেল খরচ বেশি হচ্ছে। সেই সাথে ঢাকা থেকে যাত্রী, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ঘাটে এসে অপেক্ষা করছে। বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ থেকে পাঠানো ফারহানা মির্জার ছবিতে।

অধিকাংশ যাত্রীই মাস্ক পরছেন, কিন্তু শারীরিক দূরত্ব মানার কোনো পরিস্থিতি নেই ঘাটে

 

ফেরি যেন যানবাহন নয়, মানুষ টানারই নৌযান। গুটিকয়েক যানবাহন উঠার সুযোগ পেয়েছে ফেরিতে, বাকিটা মানুষের দখলে

 

তিল ধারণের ঠাই ছিলো না ফেরির কোথাও

 

ফেরিতে উঠার চ্যালেঞ্জিং সময় পার হলো, এবার গন্তব্যের দিকে যাত্রা

 

ফেরির পাশাপাশি ছোট লঞ্চগুলো চলেছে ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে, সেখানে স্বাস্থ্যবিধি মানার নির্দেশ স্বপ্ন মাত্র

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের