মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩০ আষাঢ় ১৪৩২

Radio Today News

সাংবাদিক ও গীতিকবি ওমর ফারুক বিশাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

বিনোদেন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ৭ নভেম্বর ২০২২

Google News
সাংবাদিক ও গীতিকবি ওমর ফারুক বিশাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

সংগৃহিত ছবি

গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার সকালে মোটরসাইকেল-যোগে গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তার কর্মস্থল নিউজ-জির বার্তা সম্পাদক সুমন মোস্তফা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বিশাল গত পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেওয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশে তিনি বাইকে করে ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। একদিনের ছুটি নিয়ে আজীবনের জন্য ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।’

গত সাত-আট বছর ধরে সাংবাদিক ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। 
সেই সাথে অনেক গান লিখেছেন ও সুর করেছেন তিনি।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের