
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে, অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের সাফল্য তুলে ধরেছেন স্থানীয় কর্মকর্তারা।
মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির সিচাং আঞ্চলিক কমিটির সেক্রেটারি ওয়াং চুনচ্যং জানান, ২০২৪ সালে সিচাংয়ের জিডিপি দাঁড়িয়েছে ২৭৬.৫ বিলিয়ন ইউয়ানে, যা ১৯৬৫ সালের তুলনায় ১৫৫ গুণ বেশি। গড় বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.৯ শতাংশে।
২০২১ সাল থেকে সিচাং অঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে আধুনিক শিল্প যেমন ক্লিন এনার্জি, সংস্কৃতি ও পর্যটন, এবং মালভূমির হালকা শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে, যা অর্থনীতির মান ও দক্ষতা দুই-ই বাড়িয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম