
লং মার্চ-১২ ক্যারিয়ার রকেটের মাধ্যমে একটি ইন্টারনেট স্যাটেলাইটের বহর মহাকাশে সফলভাবে পাঠিয়েছে চীন।
সোমবার দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশের বাণিজ্যিক স্পেসক্রাফট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি স্থানীয় সময় সন্ধ্যায় উৎক্ষেপণ করা হয়। এটি লো-অরবিট ইন্টারনেট স্যাটেলাইটের সপ্তম ব্যাচটিকে পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে।
এটি লং মার্চ রকেট সিরিজের ৫৮৭তম মিশন।
এদিকে, জুলাই মাসে চীনব্যাপী ২০টি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে। এতে আরও শক্তিশালী হলো চীনের বিমান কার্গো নেটওয়ার্ক। মঙ্গলবার চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং থেকে জানা গেছে এ তথ্য।
রেডিওটুডে নিউজ/আনাম