
সাঁতারে চীনের অ্যাথলেটদের বিশেষ এক দক্ষতা রয়েছে। যার প্রমাণ তাঁরা দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে বিশ্বসাঁতারে এক দশক ধরে আধিপত্য বিস্তার করছেন চীনের সাঁতারুরা। স্বর্ণপদক জিতে প্রতিযোগিতার শীর্ষস্থান ধরে রাখছেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় এবারও সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপ-২০২৫’-এ স্বর্ণপদক জয়ে আধিপত্য বজায় রেখেছেন চীনের সাঁতারুরা।
১৫ স্বর্ণসহ ৩৭টি পদক জিতে তালিকার শীর্ষস্থান ধরে রাখে চীন। ২৮ পদক জয়ের পাশাপাশি ১৩ স্বর্ণ নিয়ে ২-এ অস্ট্রেলিয়া। ৩-এ থাকা যুক্তরাষ্ট্রের ১০ স্বর্ণসহ ৩২ পদক।
রেডিওটুডে নিউজ/আনাম