
প্রযুক্তি বিশ্বে আবারও নতুন কার তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টোরাল তথা পিএইডডি প্রোগ্রাম। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা! রীতিমতো ডক্টরাল প্রোগ্রামেই ভর্তি করানো হয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটিকে। শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে ওটা।
চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে—সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদি।
ডেভেলপার লি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে।’
রেডিওটুডে নিউজ/আনাম