বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৯ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৬, ১১ আগস্ট ২০২৫

Google News
চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

প্রযুক্তি বিশ্বে আবারও নতুন কার তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টোরাল তথা পিএইডডি প্রোগ্রাম। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা! রীতিমতো ডক্টরাল প্রোগ্রামেই ভর্তি করানো হয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটিকে। শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে ওটা।

চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে—সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদি।

ডেভেলপার লি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের