
যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সংস্থায় ব্যবহার করা মোবাইলফোনসহ অন্যান্য ডিভাইসে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন বলেছেন, আমরা এমন একটি ব্যবস্থার দিকে যাচ্ছি যেখানে সরকারি ডিভাইসগুলো শুধু তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহার করবে। যা প্রাক-অনুমোদিত তালিকায় রয়েছে।
তিনি বলেন, আমরা সরকারি ডিভাইসে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহারও নিষিদ্ধ করতে যাচ্ছি। আমরা দ্রুত তা করব।
ডাউডেন আরও বলেন, এই নিষেধাজ্ঞায় ব্যক্তিগত ডিভাইস অন্তর্ভুক্ত নেই। অপারেশনাল কারণে সরকারি ডিভাইসগুলোতে টিকটকের প্রয়োজন হলে সীমিত ছাড় থাকবে।
সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যে টিকটক নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হয়। ওই সময় টিকটকের পক্ষ থেকে বলা হয়, এমন নিষেধাজ্ঞায় তারা হতাশ হবে।
রেডিওটুডে নিউজ/মুনিয়া