
ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করায় পাবনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ সময় ওই নারীর জন্য ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়।
বুধবার (২৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে অব্যাহতির আদেশ দেন। গত ১৩ মার্চ একই আদালত বাদীকে বিয়ের শর্তে আরজুকে জামিন দেন।
ট্রাইব্যুনালে আজ মামলাটির চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। এ সময় বাদী জানান, চার্জগঠনের সময় মামলা থেকে আসামিকে অব্যাহতি দিলে কোনো আপত্তি থাকবে না। পরে মামলার শুনানি করেন বিচারক বেগম সামছুন্নাহার। শুনানি শেষে আদালত আরজুকে অব্যাহতির আদেশ দেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এস এম লুৎফর রহমান জাহাঙ্গীর। এর আগে ২২ ফেব্রুয়ারি তালাকপ্রাপ্তা এক নারীকে মিথ্যা নাম-পরিচয় দিয়ে বিয়ে ও প্রতারণার অভিযোগে ধর্ষণ মামলায় খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রেডিওটুডে/এমএমএইচ