শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

প্রাইভেটকারে পালানোর চেষ্টা করছিল চাঁদ : পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৫, ২৫ মে ২০২৩

Google News
প্রাইভেটকারে পালানোর চেষ্টা করছিল চাঁদ : পুলিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর পৌনে ১২টায় এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। এর আগে একই দিন বেলা সোয়া ১১টায় ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি ছিল বিএনপির। রাজশাহীর পুঠিয়ার কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয়।

আরএমপি পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, প্রাইভেটকারে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ পালানোর চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন আইনগত কার্যক্রম চলছে। গ্রেপ্তারকৃত চাঁদের বিরুদ্ধে আরএমপিতে চারটি মামলা দায়ের আছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের