
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের নকলার এ কে এম আকরাম হোসেন, আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তাদের এ কারাদণ্ড দেয়া হয়। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।
মামলার অভিযোগে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শেরপুরের নকলা থানা এলাকায় অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও নিরস্ত্র বাঙালিদের দিয়ে জোর করে রাজাকার ও পাকিস্তান বাহিনীর ক্যাম্পে বাংকার তৈরি করানোর মতো চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তিন আসামি কারাগারে আছেন।
রেডিওটুডে নিউজ/আনাম