বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২২ শ্রাবণ ১৪৩২

বুধবার,

০৬ আগস্ট ২০২৫,

২২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কাজে ব্যবহার হবে না: বাংলাদেশের রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৫, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২৮, ৫ আগস্ট ২০২৫

Google News
বাংলাদেশের মাটি কখনোই ভারতবিরোধী কাজে ব্যবহার হবে না: বাংলাদেশের রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারতবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হবে না। পাকিস্তান বা চীনের প্রভাব নিয়ে যেকোনো উদ্বেগ তিনি উড়িয়ে দিয়েছেন।

ভারত ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারে রিয়াজ হামিদুল্লাহ ভারত-বাংলাদেশ সম্পর্ককে কয়েক দশকের পুরোনো সম্পর্ক হিসেবে বর্ণনা করেন, যা পারস্পরিক আস্থা, যৌথ অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক বন্ধনে গঠিত।

তিনি বলেন, ‘পাকিস্তান বা চীন নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের মাটি কখনোই ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবে না।’

বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উত্থান এবং চীন ও পাকিস্তানের সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে তিনি এই মন্তব্য করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ভবিষ্যৎ দিক নির্দেশ করে রিয়াজ হামিদুল্লাহ বলেন, শিক্ষা এবং দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে— যা শুধু সম্পর্ক মজবুত করবে না, বরং দুই দেশের সমাজের জন্য দীর্ঘস্থায়ী মূল্যবোধ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, ‘নিরাপত্তাজনিত উদ্বেগ অবশ্যই আছে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো— আমরা কি আমাদের অর্থনৈতিক স্বার্থগুলো এমনভাবে গড়ে তুলতে পারি যাতে এই সম্পর্ককে নিরাপত্তা-নির্ভর করে না তুলতে হয়?’

ভারতের মেডিকেল ভিসা ও অন্যান্য সীমান্ত পারাপারের আদান-প্রদান বন্ধ হওয়ায় মানুষে-মানুষে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার। তিনি বলেন, ‘মানুষ কষ্ট পেয়েছে। ভারতের সঙ্গে সাংস্কৃতিক আত্মীয়তা বাস্তব, কিন্তু আপনি যদি একে অবহেলা করেন, তবে তা টিকে থাকবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের