শাহরুখের `কিং` সিনেমার মুক্তির সময় জানা গেল

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

রোববার,

২৫ জানুয়ারি ২০২৬,

১২ মাঘ ১৪৩২

Radio Today News

শাহরুখের `কিং` সিনেমার মুক্তির সময় জানা গেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:০৬, ২৫ জানুয়ারি ২০২৬

Google News
শাহরুখের `কিং` সিনেমার মুক্তির সময় জানা গেল

বলিউড বাদশা  শাহরুখ খানের গেল জন্মদিন জমিয়ে দিয়েছিল তার মুক্তিপ্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি। তখন থেকেই ভক্তরা উন্মুখ ছবির মুক্তির তারিখ জানতে। এবার জানা গেল সে দিনক্ষণ। 

শনিবার (২৩ জানুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘কিং’-এর আরও একটি টিজার। সেখানে শাহরুখ হাজির হয়েছেন দেখার মতো অবয়বে। বরফ আচ্ছাদিত পাহাড়ে দাঁড়িয়ে কিংবা তার মারমুখি রক্তাক্ত ভঙ্গিতে মুগ্ধ নেটিজেনরা।

টিজারের এক পর্যায়ে ভেসে ওঠে মুক্তির তারিখ। চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অর্থাৎ বড়দিন যে আরও জমিয়ে দিতে আসছেন শাহ্রুখ এতে কোনো সন্দেহ নেই। 

এদিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে ফের শাহরুখের সঙ্গে মিলছেন সিদ্ধার্থ আনন্দ। এই জুটির ম্যাজিক পাঠান সিনেমায় ভালোভাবে উপভোগ করেছেন দর্শক। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি। 

‘দ্য আর্চিজ’ দিয়ে সিনেমায় নাম লেখালেও ‘কিং’ দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। 

জানা গেছে, ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।

শাহরুখ-সুহানা ছাড়াও এ ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের