শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

গুজব ছড়ানোর মাধ্যমগুলো খুঁজে বের করতে ডিসিদের নির্দেশ তথ্যমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫১, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:৫১, ২৬ জানুয়ারি ২০২৩

গুজব ছড়ানোর মাধ্যমগুলো খুঁজে বের করতে ডিসিদের নির্দেশ তথ্যমন্ত্রীর

দেশের উন্নয়নে সরকার এবং প্রশাসন একসাথেই কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। কিন্তু আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, করবেও না বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের আলোচনা শেষে তিনি এসব বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, সরকার নয়।

হাছান মাহমুদ বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়। কোনো কোনো মাধ্যম বেশি ব্যবহার হয় এসব গুজব ছড়ানোর কাজে তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে ডিসিদের।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের