শেখ হাসিনার মামলার ‘পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা’ চাইলেন ফখরুল

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

১৬ নভেম্বর ২০২৫,

২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শেখ হাসিনার মামলার ‘পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা’ চাইলেন ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৮, ১৬ নভেম্বর ২০২৫

Google News
শেখ হাসিনার মামলার ‘পূর্ণ ন্যায়বিচার ও স্বচ্ছতা’ চাইলেন ফখরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে বিচার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই দাবি জানান।

বিএনপি মহাসচিব তার পোস্টে উল্লেখ করেন, 'আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই।'

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)।

আজ রোববার (১৬ নভেম্বর) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন জানিয়েছে, এ রায় সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ রায় দেখানো হবে। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের