শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫,

২০ আষাঢ় ১৪৩২

Radio Today News

চরকিতে এসেছে ‘জোয়ার ভাটা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২৬ আগস্ট ২০২১

আপডেট: ২২:০৩, ২৬ আগস্ট ২০২১

Google News
চরকিতে এসেছে ‘জোয়ার ভাটা’

‘জোয়ার ভাটা’র পোস্টার

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আজ মুক্তি পেল পরিচালক সুমন আনোয়ারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোয়ার ভাটা’। শ্যামল মাওলা ও ফারহানা হামিদ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে দেখা যাবে।

২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রকে তাঁর ফিলোসফিক্যাল ট্রিলজির দ্বিতীয় পর্ব বলছেন পরিচালক সুমন আনোয়ার।

এ প্রসঙ্গে সুমন জানিয়েছেন, চলচ্চিত্রটা একজন নারীর মনস্তাত্ত্বিক ভ্রমণ। জন্মের পর বাবার বাড়িতে শৈশব–কৈশোর পার করে একটা মেয়ে, বিয়ের পর স্বামীর বাড়িতে যায়। তার আসলে নিজের কোনো বাড়ি নেই। তবে একটা ঘর আছে। রান্নাঘর। সেই ঘরের গোছগাছ, হাঁড়িটা কোথায় থাকবে, পাতিলটা কীভাবে থাকবে, এসব করেই তার দিন কেটে যায়। এ রকম একজন আশ্রিত মেয়েকে নিয়ে নির্মিত হয়েছে ‘জোয়ার ভাটা’।

করোনার মধ্যেই গত বছরের শেষের দিকে ঢাকার পুবাইলে চলচ্চিত্রটির শুটিং করেন সুমন আনোয়ার। ফারহানা হামিদ আত্তি ও শ্যামল মাওলা দুজন অভিনয়শিল্পীই ভীষণ কষ্ট করেছেন বলে জানান পরিচালক।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের