এক নজরে ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার!

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬,

১৮ পৌষ ১৪৩২

Radio Today News

এক নজরে ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২১, ২৯ অক্টোবর ২০২৪

Google News
এক নজরে ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন পুরস্কার!

এবার ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণার সময় একটু বিস্মিত হওয়ারই কথা ফুটবল প্রেমীদের। সব সমীকরণ ইঙ্গিত দিচ্ছিল এই মর্যাদাপূর্ণ খেতাব জিততে  যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সবাইকে চমকে দিয়ে সে পুরষ্কার জিতলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি পেয়েছেন রদ্রি।

সেরা হওয়ার দৌড়ে রদ্রি পেছনে ফেলেন ভিনিসিয়াস ও রিয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যামকে। গত মৌসুমে রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনি ও ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম জেতেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ইংলিশ ক্লাব ম্যান সিটির জার্সিতে রদ্রি স্বাদ নেন প্রিমিয়ার লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপার। জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও উঁচিয়ে ধরেন তিনি।

ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর। ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।

এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।

এক নজরে ব্যালন ডি’অর ২০২৪:

বর্ষসেরা তরুণ ফুটবলার : লামিন ইয়ামাল।

বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা।

বর্ষসেরা পুরুষ ক্লাব : রিয়াল মাদ্রিদ।

বর্ষসেরা স্ট্রাইকার :কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।

বর্ষসেরা পুরুষ গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ

বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি।

বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস।

সক্রেটিস অ্যাওয়ার্ড : হেনিফার এরমোসো।

বর্ষসেরা নারী ফুটবলার : আইতানা বোনমাতি।

বর্ষসেরা পুরুষ ফুটবলার : রদ্রি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের