শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

Radio Today News

হয় তারা থাকবে, না হয় আমি; কঠোর হুঁশিয়ারি বাটলারের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

Google News
হয় তারা থাকবে, না হয় আমি; কঠোর হুঁশিয়ারি বাটলারের 

১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন না করার পাশাপাশি, কোচ না পাল্টালে ফুটবল ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে কঠোর হুঁশিয়ারি নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি।

বুধবার বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সোমবার রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে পিটার বাটলার বলেন, কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।

১৮ জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন। এর মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বাটলার বলেন, তারা মিসগাইডের শিকার। আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় তারা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতি কার্ড খেলছে, যার কোনো ভিত্তি নেই।

বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে আপনি বাদ চান বলে শোনা যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের