
২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাবেদ পাটোয়ারীসহ ৫ জনকে।
এ মামলায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর আগে ২০১৬ সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়।
তখন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তারা নব্য জেএমবিকে সংগঠিত করা চেষ্টা করছিলো বলেও তখন উল্লেখ করা হয়।
এছাড়াও, এদিন চানখারপুল মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে ট্রাইব্যুনালে হাজির হন বংশাল থানার ওসি। এসময়, তাকে উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন সাক্ষীকে যারা হুমকি দেবে, সবাইকে ধরে আনবেন, কোন ছাড় দেবেন না।
রেডিওটুডে নিউজ/আনাম