
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি স্কুলের ভেতরে ট্রাক ঢুকে পড়ার পর ওই স্কুলের একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকার দশচিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষিকা ফাতেমা আক্তার (২৮) ও শিক্ষার্থী জাজারিন তাসনিম (৭)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, এনডিই নামের কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলে ঢুকে পরে। সেই ট্রাকের চাপায় শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
রেডিওটুডে নিউজ/এসএস