শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৯৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৯৩

এইচএসসি পরীক্ষায় বৃহস্পতিবার ১০ হাজার ৯৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বহিষ্কার করা হয় ২০ জনকে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, বৃহস্পতিবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮ জন। এর মধ্যে ৯ লাখ ৩৫ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৯৩ জন শিক্ষার্থী। এরমধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৯২৮ জন অনুপস্থিত ছিল মাদরাসা শিক্ষা বোর্ডে। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ৯০০ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২৭ জন, রাজশাহীতে এক হাজার ১৩১ জন, বরিশালে ৫০১ জন, সিলেটে ৫৭০ জন, দিনাজপুরে ৯৪৭ জন, কুমিল্লায় ৭৩৩ জন, ময়মনসিংহে ৪৩৮ জন, যশোরে ১৪৫ এবং কারিগরি বোর্ডে ২৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সিলেট বোর্ডের ১০ জন, ঢাকায় দুইজন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে তিনজন, ময়মনসিংহে একজন এবং দিনাজপুর একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের