শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

হাফ-পাস আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ নভেম্বর ২০২১

Google News
হাফ-পাস আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ছবি: রেডিও টুডে

রাজধানীর সাইন্সল্যাবে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হাফ পাস দাবির আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মলচত্বর, শ্যাডো, অপরাজেয় বাংলা, মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ইউনিটের অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্র, কিন্তু তাদের হাফ পাস লাগে না। কারণ তাদের তথাকথিত বড় ভাইয়েরা বাস মালিকদের নিকট থেকে মাসিক মাসোহারা পায়। বাস মালিকগণ যদি হাফ পাস চালু করে তাহলে তাঁদের চাঁদার পরিমাণ কমে যাবে। আর তাই তারা সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা চালাতেও দ্বিধাবোধ করে না। সংগঠনের সহ সভাপতি তারেক রহমান বলেন, বাংলাদেশের আপামর ছাত্রজনতা যখনই কোন যৌক্তিক আন্দোলনে নেমেছে তখনই ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররা তাদের কাছে জিম্মি হয়ে আছে। ছাত্রলীগ এমন করতে থাকলে সাধারণ ছাত্রদের নিয়ে কোটা সংস্কার আন্দোলনের মতো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নাই। এটি এখন অপরাধী সংগঠন হয়ে গিয়েছে। প্রশাসনের প্রতি অনুরোধ করে তিনি বলেন, সাইন্সল্যাবে ছাত্রলীগের যারা ছাত্রজনতার উপরে হামলা করেছে, অতিসত্বর তাদেরকে আইনের আওতায় আনুন। আপনারা যদি আইনের আওতায় না আনেন তাহলে এদেশের ছাত্রসমাজ বসে থাকবে না। হাফ পাস কোন ভিক্ষা নয়, এটি ছাত্রদের অধিকার। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে পরবর্তীতে আন্দোলনে হামলা হলে পাল্টা জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাফভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শেষ করেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের