বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

হাবিবির পোস্টারে হাজির নুসরাত ফারিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ২৫ অক্টোবর ২০২১

Google News
হাবিবির পোস্টারে হাজির নুসরাত ফারিয়া

সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার গায়িকা হিসেবেও চমক দেখিয়েছেন। ২০১৮ সালে ‘পটাকা’ এবং ২০২০ সালে ‘আমি চাই থাকতে’ শিরোনামে দুটি গান-ভিডিও প্রকাশ করে সংগীতপ্রেমীদের মনে নাড়া দিয়েছেন তিনি।

চলতি বছর আরও দুটি গানে কণ্ঠ দেন এই নায়িকা। তার মধ্যে একটি ইমরানের সঙ্গে দ্বৈত ‘এ বাঁধন যাবে না ছেড়ে’, অন্যটি শিহাব শাহীন পরিচালিত সিনেমা 'যদি কিন্তু তবু'র ‘কাটে না ঘোর কাটে না’।

ফারিয়া এবার নিয়ে আসছেন ‘হাবিবি’ শিরোনামে নতুন গান। শনিবার (২৩ অক্টোবর) রাতে গানটির একটি ছোট্ট টিজার শেয়ার করেন তিনি। সোমবার (২৫) অক্টোবর প্রকাশ করলেন অফিসিয়াল পোস্টার। দেখে মনে হচ্ছে অ্যারাবিক ঢংয়ে এই গানের ভিডিওতে হাজির হয়েছেন তিনি। 

এটি প্রকাশ করবে এসভিএফ মিউজিক। ফারিয়ার প্রথম দুটি একক গানও তারা প্রকাশ করেছিল। এই গানের কথা লিখেছেন নূর নবী। সুর ও সংগীতায়োজনে আদিব কবির।

গানটি নিয়ে ফারিয়া বলেন, ‘এই গানটি আমি আমার হৃদয় এবং আত্মা থেকে করেছি। ভিডিও বানিয়েছেন বাবা যাদব। আমি বলব আউট অব দ্য ওয়ার্ল্ড একটি ভিডিও হয়েছে। প্রকাশের পরই সবাই সেটা বুঝতে পারেন।’

ফারিয়া আরও জানিয়েছেন, আগামী ২ নভেম্বর তার নতুন এই গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের