দক্ষিণ চীনের শেনচেনে শুরু হওয়া ২১তম চায়না (শেনচেন) ইন্টারন্যাশনাল কালচারাল ইন্ডাস্ট্রিজ ফেয়ারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এআই-চালিত অত্যাধুনিক চলচ্চিত্র প্রযুক্তি।
মেলায় প্রদর্শিত হয়েছে বায়োনিক প্রযুক্তিতে তৈরি কুকুর ও পান্ডা রোবট, যেগুলো মানুষের মুখভঙ্গি অনুকরণ করে দর্শকদের সঙ্গে মজা করছে।
চীনা ফিল্ম গ্রুপ কর্পোরেশনের তৈরি একটি স্মার্ট ডাবিং সিস্টেম বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সক্ষম, তাও চরিত্রের আবেগ-ভঙ্গিমা বজায় রেখেই।
এ ছাড়াও একটি এআই সহায়ক প্রোগ্রাম পরিচালকদের কল্পনাকে দৃশ্যে রূপ দিতে সাহায্য করছে, আর ‘ইংপু’ নামের এআই মডেল চিত্রনাট্য রচনায় সহায়তা করবে, যা চলতি বছরের আগস্টে চালু হতে যাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

