ফটোভোলটাইক ও ব্যাটারি পণ্যসহ একাধিক পণ্যের ক্ষেত্রে রপ্তানি কর রিবেট সমন্বয় বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় কর প্রশাসন যৌথভাবে এ ঘোষণা দেয়।
ঘোষণায় বলা হয়, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ফটোভোলটাইক পণ্যের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ রপ্তানি কর রিবেট সম্পূর্ণভাবে বাতিল করা হবে। একই সময় থেকে ব্যাটারি পণ্যের ভ্যাট রপ্তানি কর রিবেটের হার বর্তমান ৯ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হবে। পরবর্তীতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাটারি পণ্যের রপ্তানি কর রিবেটও পুরোপুরি বাতিল করা হবে।
এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে চীনের অভ্যন্তরীণ শিল্পখাত। চায়না ফটোভোলটাইক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ পদক্ষেপ বিদেশি বাজারে যুক্তিসংগত মূল্য কাঠামো পুনরুদ্ধারে সহায়তা করবে এবং চীনের জন্য বাণিজ্যিক বিরোধের ঝুঁকি কমাবে।
সংস্থাটি আরও জানায়, দীর্ঘমেয়াদে এই উদ্যোগ রপ্তানি পণ্যের দাম অতিরিক্ত দ্রুত পতন রোধে ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের সম্ভাবনাও আরও কমাবে।
রেডিওটুডে নিউজ/আনাম

