
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ৪৮৩ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার কিয়েভে আন্তর্জাতিক শিশু দিবস সংক্রান্ত একটি সম্মেলনে এ দাবি করেন তিনি।
এ সময় মস্কোর বিরুদ্ধে কয়েক হাজার শিশুকে অপহরণ করে তাদের রাশিয়ায় অবৈধভাবে নির্বাসিত করার অভিযোগ তোলেন জেলেনস্কি। তবে সে সংখ্যা নিশ্চিত নয় বলে জানান তিনি।
জেলেনস্কি বলেন, যুদ্ধের কারণে একটি প্রজন্মের জীবন বিপর্যস্ত হয়েছে।
তবে জেলেনস্কির এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চলে ৩ লাখ শিশুর মেডিকেল পরীক্ষার ফল ভালো এসেছে। সেইসাথে প্রাপ্তবয়স্কদের মেডিকেল পরীক্ষা করা হবে বলে ঘোষণা দেন পুতিন।
রেডিওটুডে নিউজ/আনাম