বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৪ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

নিরাপত্তা কমিটির সঙ্গে পাক প্রধানমন্ত্রীর বৈঠক, ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ৭ মে ২০২৫

আপডেট: ০৯:১২, ৭ মে ২০২৫

Google News
নিরাপত্তা কমিটির সঙ্গে পাক প্রধানমন্ত্রীর বৈঠক, ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি

ভারতীয় বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ভারতের এই হামলাকে যুদ্ধের শামিল হিসেবে উল্লেখ করেছেন। 

পাক প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের চাপানো এই 'যুদ্ধের' উপযুক্ত জবাব দেওয়ার অধিকা রয়েছে পাকিস্তানের। 

তিনি বলেন, পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের শক্তি ও সংকল্পের জন্য যে হুমকি মোকাবিলা ও সেটাকে পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও এর বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না।

এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভারত জানিয়েছে, তারা পাকিস্তান এবং পাকিস্তানি কাশ্মীরের নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় নয় সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের। 

তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। 

সেইসাথে ভারতীয় বাহিনীর দুইটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের