বুধবার,

০৭ মে ২০২৫,

২৪ বৈশাখ ১৪৩২

বুধবার,

০৭ মে ২০২৫,

২৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত, মস্কোর সব বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ৭ মে ২০২৫

আপডেট: ০৯:২৮, ৭ মে ২০২৫

Google News
ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত, মস্কোর সব বিমানবন্দর বন্ধ

ইউক্রেন টানা দুই রাত ধরে মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। এ ঘটনায় দেশটির রাজধানী মস্কোর চারটি বিমানবন্দরের সব ক’টিই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের। 

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেছেন, সোমবার রাতে কমপক্ষে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা সারাদেশে শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগের রাতে তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর পাশাপাশি, পেনজা এবং ভোরোনেজসহ রাশিয়ার অন্যান্য শহরের গভর্নররাও বলেছেন, সোমবার রাতে তাদের এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের বিজয় উপলক্ষে আগামী শুক্রবার মস্কোয় একটি বড় কুচকাওয়াজের তিন দিন আগে এমন ড্রোন হামলার ঘটনা ঘটল। দিবসটি উপলক্ষে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আজ বুধবার মস্কোয় পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সোমবার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে– এমন খবর প্রকাশের পর মস্কোয় ড্রোন হামলার বিষয়টি সামনে এলো। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ জানিয়েছে, তারা রোববার রাশিয়ার কুরস্ক অঞ্চলে টিওটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ড ইউনিটে আঘাত করেছে। 

গত এপ্রিল মাসে মস্কো বলেছিল যে ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ শুরু করার ৯ মাস পর তারা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে কিয়েভ জোর দিয়ে বলেছে, সীমান্ত পেরিয়ে এখনও তাদের সেনারা কাজ করছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইউক্রেনের আক্রমণে কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

ড্রোন হামলার জবাবে ইউক্রেনীয় শহর খারকিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়াও রাতে তাঁর শহরে এবং কিয়েভের আশপাশে ড্রোন হামলা চালিয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের