রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৬ শ্রাবণ ১৪৩২

রোববার,

১০ আগস্ট ২০২৫,

২৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

হাত ও পায়ের রং ফর্সা করতে ভরসা করুন ঘরোয়া পদ্ধতির উপর

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Google News
হাত ও পায়ের রং ফর্সা করতে ভরসা করুন ঘরোয়া পদ্ধতির উপর

ফাইল ছবি

অনেকেরই মুখের রংয়ের তুলনায় হাত পায়ের রং কালো হয়ে থাকে। আসলে আমরা মুখের ত্বকের যত্নে যতটা সময় দেই সেটা হাত ও পায়ের ক্ষেত্রে আমরা দেই না। অনেকটা সময় আমাদের হাত-পা উন্মুক্ত থাকে এটিও একটি কারণ হতে পারে। এছাড়াও মাত্রাতিরিক্ত রোদের প্রভাব এবং ধুলোবালির জন্যও এ ধরনের সমস্যা হয়ে থাকে। তাই হাত ও পায়ের রং মুখের মত করতে আমরা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারি।

শসার স্ক্রাব ও হলুদ

ত্বক ফর্সা করার জন্য প্রাকৃতিক উপায় হিসেবে শশার রস ভীষণ কার্যকরী। হলুদ ত্বককে কোমল ও মসৃণ করে তোলে। একটি ছোট পাত্রে তিন চার টেবিল চামচ শসা রসের সঙ্গে আধা কাপ ও হলুদ গুঁড়া মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবারে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে প্যাকটি মিশিয়ে নিয়ে হাত ও পায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত সপ্তাহে দুই তিনবার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

মধুর স্ক্রাব অ্যালোভেরা

রূপচর্চায় বহু ব্যবহৃত একটি উপাদান হলো অ্যালোভেরা। এলোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যার ব্যবহারে ত্বকে জমে থাকা মৃত কোষগুলো দূর হয়ে যায়। হাত ও পায়ের উজ্জ্বলতা বজায় রাখতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। এক্ষেত্রে একটি পাত্রে ২ টেবিল চামচ এলোভেরা জেল এবং ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি হাতে ও পায়ে ভালোভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি সপ্তাহের ২/৩ দিন ব্যবহার করলে উপকার মিলবে।

মধু টমেটোর স্ক্রাব

ত্বকের যত্নে অত্যন্ত উপকারী একটি উপাদান হল টমেটো। টমেটোতে থাকা এনজাইম ত্বককে সহজেই এক্সফোলিয়েট করতে পারে। টমেটো রসের সঙ্গে বাদামী চিনি ও মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে ব্যবহার করলে উপকার পাবেন। ৪ টেবিল চামচ টমেটোর রস ২ টেবিল চামচ বাদামি চিনি ও ১ টেবিল চামচ মধু দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। তারপর এই মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করলেই ফল পাওয়া যাবে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের