সোমবার,

১৮ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

সোমবার,

১৮ আগস্ট ২০২৫,

৩ ভাদ্র ১৪৩২

Radio Today News

সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে: ড. ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২০, ১৮ আগস্ট ২০২৫

Google News
সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে: ড. ইউনূস

আমাদের সমুদ্র সম্পদকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি। আমাদের জানতে হবে কী কী মৎস্যসম্পদ সমুদ্রের পানির তলায় আছে। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে।  

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, সমুদ্র আমাদের দেশেরই অংশ। আমরা শুধু জমির অংশটা জানি, পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই। এটা আমাদের যে বাংলাদেশ, তার চেয়ে বড় পরিমাণ দেশ। আমাদের জরিপ করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এটা শুধু আমরা খাবো তা না, পৃথিবীর অন্যান্য দেশের মানুষও আমাদের এই মাছ খাবে। আমাদের সে সম্পদ আছে, শুধু হাত বাড়িয়ে নেওয়া। এর জন্য গবেষণা বাড়াতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারবো।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের