সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

যাচাই-বাছাই শেষে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
যাচাই-বাছাই শেষে ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের বিষয়ে দাবী-আপত্তি গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সংস্থাগুলোর নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত তালিকার ৭৩টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে যদি কারো কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকে, তবে তা লিখিতভাবে জানাতে হবে। আপত্তি জানানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর ২০২৫। নির্ধারিত সময়ের মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আপত্তি জমা দিতে হবে।

আপত্তি দাখিলের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে ইসি। আপত্তিকারীকে তার নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি অভিযোগের স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করতে হবে এবং ছয় কপি আপত্তিপত্র জমা দিতে হবে। পরবর্তীতে এসব আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে থাকেন। তাদের রিপোর্ট দেশের ভেতরে ও বাইরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের আগে খুঁটিনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশের নির্বাচনগুলোতেও বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অংশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে ইসি পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনা করছে।

৭৩টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার বিস্তারিত তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (িি.িবপং.মড়া.নফ) পাওয়া যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের