সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালাব না: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালাব না: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেপালে জেন-জি বিক্ষোভের মুখে পদত্যাগের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে গতকাল শনিবার প্রথমবারের মতো জনসম্মুখে এসে অলি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভক্তপুরে কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) যুব সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দেন অলি। সেখানে তিনি বলেন, ‘আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব?’ দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে কে পি শর্মা আরও বলেন, ‘দেশকে আবার সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা এটিকে শান্তি ও সুশাসনের পথে ফেরাব।’ 

বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটে নয়, বরং ভাঙচুর আর অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত বলেও অভিযোগ করেন অলি। সুশীলা কারকির সরকারের উদ্দেশে বলেন, ‘সে সময় (আন্দোলন) আমি প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে কী নির্দেশ দিয়েছিলাম সেটির রেকর্ড প্রকাশ করুন। সাহস থাকলে প্রকাশ করুন। সামাজিক মাধ্যমে আমার নতুন বাসার অবস্থান খুঁজে বের করে হামলার কথা বলা হচ্ছে। সরকার কী করছে? শুধু চেয়ে চেয়ে দেখছে?’

কেপি শর্মা অলি আরও বলেন, বর্তমান সরকার তাঁর পাসপোর্ট স্থগিত করার, মামলা করার চেষ্টা করছে। তারা দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে। 

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিক্ষোভের মুখে কাঠমান্ডুর সরকারি বাসভবন থেকে পালান কে পি শর্মা। ৯ সেপ্টেম্বর ভক্তপুরে বিক্ষোভকারীরা তাঁর ব্যক্তিগত বাড়িতে আগুন দেয়। তখন থেকে তিনি সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন। ১৮ সেপ্টেম্বর ভক্তপুরের গুন্ডুতে একটি ভাড়া বাসায় ওঠেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের