সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

এশিয়া কাপে সর্বশেষ দুই লড়াইয়ে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ম্যাচ জয়ের পর তাই দুই দলের দ্বৈরথ নিয়ে আপত্তি করেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

সাম্প্রতিক সময়ে ভারতের থেকে জয়ে বেশ পিছিয়ে থাকায় দুই দলের লড়াইকে প্রতিদ্বন্দ্বিতা মানতে নারাজ সূর্য। তার এই কথার জবাব আজ দিতে চেয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলার আগে পাকিস্তানের বাঁহাতি পেসার জানিয়েছিলেন, ফাইনালে ভারতের মুখোমুখি হলে তখন দেখা যাবে। আজ সেই দিন। কেননা আজই এশিয়া কাপের ফাইনাল। 
এবারের ফাইনালের মধ্যে দিয়ে দীর্ঘ এক অপেক্ষা ফুরাচ্ছে দুই দলের।

টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্য।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে ভারত। তাদের একাদশে যে পরিবর্তন আসবে সেটা অনেকটা নিশ্চিতই ছিল।

কেননা সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জাসপ্রিত বুমরাহ ও শিবম দুবেকে বিশ্রাম দিয়েছিল তারা। আজ তাদেরকে ফিরিয়ে বেঞ্চে পাঠিয়ে হার্ষিত রানা ও আর্শদীপ সিংকে। তবে দুর্ভাগ্যক্রমে আজ ফাইনালে পাচ্ছে না হার্দিক পান্ডিয়াকে। তার বদলে জায়গা পেয়েছেন রিংকু সিং। অন্যদিকে কোনো পরিবর্তন নেই পাকিস্তানের একাদশে।

গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। আর সুপার ফোরে ৬ উইকেটের জয় পেয়েছিল সূর্য-হার্দিক পান্ডিয়ারা। আজ সেই ধারা বজায় রেখে ট্রফি উদযাপনের সুযোগ পাচ্ছে তারা। অন্যদিকে প্রতিশোধ নেওয়ার সঙ্গে শিরোপা উল্লাসে মাতার সুযোগ পাবে পাকিস্তান। 

ভারতের একাদশ—

অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিংকু সিং, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ—

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের