সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

এক ঘণ্টায় জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচের সব টিকিট শেষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
এক ঘণ্টায় জাতীয় স্টেডিয়ামে হামজাদের ম্যাচের সব টিকিট শেষ

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচের গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে মুহূর্তেই ভিড় জমায় দর্শকরা। ঘণ্টা না যেতেই শেষ হয়ে যায় সব টিকিট।

আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের এই ম্যাচ। বাফুফের কম্পিটিশন কমিটি ৪০০ টাকা মূল্যের গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শুরু করেছিল রোববার বিকেলেই।

ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ১৮ হাজার টিকিট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোম যোগ হওয়ার পর ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের