
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ৩৫ বছরে চীনা ব্লু হেলমেটধারীরা বিশ্বশান্তি রক্ষার মহান লক্ষ্যে নিজেদের দক্ষতা, আত্মত্যাগ ও নিষ্ঠার পরিচয় দিয়েছে। তারা হাজার হাজার মাইল দূরে, সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনা সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি সম্পদ, দক্ষতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তি, প্রশিক্ষণ, সরঞ্জাম ও জনবল ব্যবস্থাপনায় অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করব।
রেডিওটুডে নিউজ/আনাম