
চায়না মিডিয়া গ্রুপ এবং চীনে নিযুক্ত জাতিসংঘের প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে, জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে ‘একই জন্মভূমি’ শীর্ষক ছবি প্রদর্শনী শুরু হয়।
সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং এবং জাতিসংঘের বিশ্ব সম্প্রচারবিষয়ক উপমহাসচিব মেলিসা ফ্লেমিং উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।
শেন বলেন, ৮০ বছর ধরে বিশ্বের শান্তি রক্ষা, বৈশ্বিক উন্নয়নের বাস্তবায়ন এবং সভ্যতার সংলাপে অতুলনীয় অবদান রেখেছে জাতিসংঘ। চীন, নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশ হিসেবে, দৃঢ়ভাবে আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘের কেন্দ্রীয় ভুমিকাকে সমর্থন করে। জাতিসংঘের গুরুত্বপূর্ণ তথ্যমাধ্যম অংশীদার হিসেবে, সিএমজি অব্যাহতভাবে বিশ্বের কাছে জাতিসংঘের কন্ঠ তুলে ধরবে, ব্যাপকভাবে বৈশ্বিক প্রশাসন প্রক্রিয়া প্রচার করবে, এবং চীন ও বিশ্বের আদান-প্রদানের সেতু স্থাপন করবে বলেও জানান তিনি।
বহুপক্ষবাদে চীনের দৃঢ় সমর্থন এবং বিশ্বের সহযোগিতায় প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন ফ্লেমিং। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিস্তম্ভ হিসেবে জাতিসংঘ সবসময় শান্তির রক্ষা, উন্নয়ন বাস্তবায়ন এবং মানবাধিকার রক্ষায় প্রচেষ্টা চালিয়ে আসছে।
উল্লেখ্য, জুলাই মাসে সিজিটিএনের উদ্যোগে ‘একই জন্মভূমি’ শীর্ষক ছবি প্রদর্শনীর জন্য ছবি সংগ্রহের কাজ শুরু হয়। এ পর্যন্ত বিশ্বের ৫১টি দেশের ৫৬ হাজারটি ছবি সংগৃহীত হয় এবং ৩৫টি পুরস্কারবিজয়ী ছবি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম