সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

সব ধর্ম-বর্ণ-মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনে এগোতে চাই: নাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
সব ধর্ম-বর্ণ-মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনে এগোতে চাই: নাহিদ

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে জাতীয় পূজা উৎযাপন কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ শুভেচ্ছা জানান।    

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জাতীয় নাগরিক পার্টি দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। জুলাই আন্দোলনের পর আমরা যে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের মানুষকে সামনে রেখে সকল ধর্ম, বর্ণ, মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিকে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্যে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, সারাদেশে যাতে নির্বিঘ্নে পূজা উৎযাপিত হয়, সেই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির স্বেচ্ছাসেবীরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। 

নাহিদ বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানায় এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই, সেই বাংলাদেশে যেন তাদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়, সে জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যে দাবি দাওয়া তা পূরণ করতে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। সনাতন ধর্মাবলম্বীসহ বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, তাদের মধ্যে যেন অনিরাপদ বোধ সৃষ্টি না হয়, সেভাবে আমাদের কাজ করতে হবে। সেই দায়িত্ব আমাদের সকলের। 

নাহিদ আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে সকল ধর্মের ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। আমাদের নির্বাচনে ইশতেহারে যেন সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের