সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

সোমবার,

২৯ সেপ্টেম্বর ২০২৫,

১৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

মা ইলিশ রক্ষায় কবে থেকে মাছ ধারা বন্ধ জানালো মৎস্য বিভাগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
মা ইলিশ রক্ষায় কবে থেকে মাছ ধারা বন্ধ জানালো মৎস্য বিভাগ

মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রিও আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে মৎস্য বিভাগ। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে। তবে এ বছর তা এগিয়ে আনা হয়েছে।

যদিও তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন জেলেরা। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতিবছর আশ্বিন মাসের অমাবস্যা ও পূর্ণিমার মধ্যবর্তী সময়কে সামনে রেখে নিষেধাজ্ঞা জারি করা হয়। কারণ এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়তে ইলিশ নদীতে আসে। মা ইলিশ ধরা হলে ভবিষ্যতের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘প্রজনন মৌসুমে মা মাছের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা। প্রতিবছরের মতো এবারও সরকার ২২ দিনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।’ নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে জেলার বিভিন্ন ঘাটে প্রচারণাও শুরু হয়েছে।

কয়েক দিন ধরে নদীতে ইলিশ ধরা পড়ছে। নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের