সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া: আমীর খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৫, ৪ মে ২০২৫

Google News
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া: আমীর খসরু

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে বাংলাদেশের তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্ব তিন সদস্য অংশ নেন। পরে আমীর খসরু বলেন,  বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে স্বস্তিদায়ক মনে করে অপেক্ষা করছে। কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কীভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে। এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সহজ করতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের